সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। ভারত থেকে কারা?
নজরবন্দি ব্যুরোঃ শেষ হল ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপ। ভালো মন্দ মিলিয়ে কেতে গেল প্রায় দু মাস। এই বিশ্বকাপে সব দেশের বেশ কিছু খেলোয়াড় দুর্দান্ত খেলেছেন। কেও রান করেছেন ঝুরিঝুরি তো কেও উইকেট পেয়েছেন প্রচুর। এই বিশ্বকাপে সবার পারফর্ম দেখে আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছেন। এই সেরা একাদশে সুযোগ পেয়েছেন দুজন ভারতীও। আসুন দেখেনি আর কারা স্থান পেল সেই টাইম। সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা এবং জেসন রয়। তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে উইলিয়ামসন এবং শাকিব আল হাসানকে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জো রুটের।
পেস বোলিং অল-রাউন্ডার হিসেবে বেন স্টোকস জায়গা পেয়েছেন সেরা একাদশে । উইকেট রক্ষক হিসেবে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি। আইসিসির সেরা একাদশে রয়েছেন ৪ জন পেসার। তাঁরা হলেন মিচেল স্টার্ক, হোফ্রা আর্চার, লকি ফার্গুসন এবং জসপ্রিত বুমরাহ। আর দলের ১২ নম্বর জায়গাটি পেয়েছেন টুয়েলভথ ম্যান ট্রেন্ট বোল্ট। এই দলের অধিনায়ক করা হয়েছে উইলিয়ামসনকে। তবে দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারও দুর্দান্ত পারফর্ম করেছেন। ভালো খেলেছেন বিরাটও। কিন্তু তাঁরা সুযোগ পাননি এই সেরা একাদশে।
No comments