Header Ads

বিরাটকে সরিয়ে রোহিতকে অধিনায়ক দেখতে চাইছে ভারতের প্রাক্তন ক্রিকেটার'রা!

নজরবন্দি ব্যুরো: সেমিফাইনালে লজ্জাজনক হার। আর সেই ধাক্কায় ভেঙে পড়েছে গোটা দেশ। দেখতে দেখতে কেটে গেল তিনটে দিনও। এরই মধ্যে ক্রীড়া মহলে উঠে আসছে ক্যাপ্টেন কোহলির বদলে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ার প্রসঙ্গ।
আর এই প্রসঙ্গকে আরও প্রাসঙ্গিক করে দিলেন দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ওয়াসিম জাফর। টুইটারে জাফর শেয়ার করলেন তাঁর মনের কথা। তিনি লিখেছেন, একদিনের ম্যাচ এবং টি-২০-র জন্য রোহিত শর্মার হাতে দলের ভার তুলে দেওয়া যেতে পারে। পরের বিশ্বকাপে দলের ক্যাপ্টেন হিসেবে তিনি রোহিত শর্মাকেই দেখতে চান বলে উল্লেখ করেন।
গ্রুপ লিগে শীর্ষে থাকলেও সেমিফাইনালে ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর অধিনায়ক বদল নিয়ে নানা প্রশ্নও উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। ভারতের এই হারের পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা রোহিতের হাতে থাকুক অধিনায়কত্ব, কোহলি আরও মন দিতে পারেন ব্যাটিংয়ে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.