Header Ads

এগিয়ে আসতে পারে বিধানসভা নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

নজরবন্দি ব্যুরো: বঙ্গে লোকসভা নির্বাচনে এত বড় মাপের ধাক্কা খাবে তা বুঝ উঠতে পারেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর ফলে নির্বাচনী ফল ঘোষণার পরেই প্রায় দিশেহারা হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে সাধারণ সমর্থকরা।
দলের ভাঙন আটকাতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নেত্রী। আর এর পর থেকে রাজনৈতিক মহলে একটা চাপা গুঞ্জন চলছিল, বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে পারে! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতারা।
মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোট এগিয়ে নিয়ে আসবে। এমই আশঙ্কা রাজ্য বিজেপির। এখন বিধানসভা নির্বাচন হলে কীভাবে তার মোকাবিলা করা হবে, তারই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি নেতারা।
এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র ও সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, " এবারের লোকসভা নির্বাচনের ফলে গুঁতো খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা। কখনও  কংগ্রেস আবার কখনও সিপিআই(এম) এর হাত ধরার চেষ্টা করছেন। কখনও প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বাংলার  রাজনীতিতে  দিশা খোঁজার চেষ্টা করছেন।"
তিনি আরও বলেন,  " এই রাজ্যে ১৯৯১ সালে  জ্যোতি বসু বিধানসভা নির্বাচন ১ বছর এগিয়ে নিয়ে এসেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পথ হাঁটতে পারেন। বিজেপির দাবি, যত দিন যাবে, তত কাটমানি ইস্যু ও দুর্নীতির  প্রশ্ন  তাঁর বিরুদ্ধে বড় আকার নেবে। সেই সুযোগ তিনি বিজেপিকে দিতে চাইছেন না।"

যদিও এই বিধানসভা নির্বাচন এগিয়ে আনার প্রসঙ্গে এখনও তৃণমূল নেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.