Header Ads

শীর্ষ আদালতে ধাক্কা খেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে সাফল্য পাবার পর থেকে সময়টা বেশ ভালই যাচ্ছিল বিজেপি নেতাদের। সম্প্রতি দলে আসা তৃণমূলের কাউন্সিলররা ফের তাদের আগের দল তৃণমূল কংগ্রেসে ফিরে যাবার পর থেকে কিছুটা ব্যাক-ফুটে বঙ্গ বিজেপির নেতারা।
এর উপর শীর্ষ আদালতে ধাক্কা খেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সৌমিত্র খাঁর আর্জি  খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে ভোটে জিতেও নিজের কেন্দ্রে এখন ঢুকতে পারবে না বিষ্ণুপুরের এই বিজেপি সাংসদ।

এই সাংসদের বিরুদ্ধে রাজ্য সরকারের করা মামলা যাতে কেন্দ্রীয় কোনও তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয় তার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন খারিজই করে দেয় শীর্ষ আদালত। আদালতে সৌমিত্র খাঁ আবেদনে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশ যে মামলা দায়ের করেছে তা সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক। আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি।
বর্তমানে মামলাটি চলছে কলকাতা হাইকোর্টেও। এদিন মামলার শুনানি শুরু হতেই সৌমিত্র বাবুর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, এই মামলার শুনানি যেভাবে সিআইডি-র অধীনে হাইকোর্টে চলছে, সেভাবেই এই মামলা চলবে। এই রায়ের ফলে আদালতে বড় ধাক্কা খেল সৌমিত্র খাঁ। এর ফলে তাঁর নিজের কেন্দ্র বিষ্ণুপুরে কবে ঢুকবেন, তা অনিশ্চিত হয়ে গেল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.