ভয় দেখাতে শুরু করলে সামলাতে পারবে তো তৃণমূল! বিস্ফোরক বিজেপি নেতা।
নজরবন্দি ব্যুরো: সম্প্রতি ভাটপাড়া ও কাঁচড়াপাড়ার কাউন্সিলররা যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা ফের ফিরে গিয়েছেন তৃণমূলে। এই ঘটনার পিছনে প্রত্যক্ষ হাত আছে তৃণমূল ও পুলিশের। অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর।
তিনি বলেন," আমরা যদি পাল্টা ভয় দেখাতে শুরু করি সামলাতে পারবে তো?"
এর পরে এই বিজেপি নেতা বলেন, ভাটপড়ায় বিজেপি পরিচালিত পুরসভায় তালা ঝুলিয়ে দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা। সেখানে পুলিশকে ব্যবহার করে কাউন্সিলারদের দল টানছে তৃণমূল। ভুয়ো মামলায় নাম জুড়ে দেবার ভয় দেখান হচ্ছে। এরপরই সায়ন্তন হুঙ্কার দিয়ে বলেন, "তৃণমূলের মনে রাখা উচিত, এক মাঘে শীত যায় না।" তাঁর কথায়, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি তৃণমূল কংগ্রেসের সংসদ-বিধায়কদের ধমকাতে শুরু করি, তবে ২৯৪ জন বিধায়কের মধ্যে ৯৪ জন তৃণমূলে থাকবেন না। আর ২২ জন সাংসদের ২ জন তৃণমূলে থাকবেন কি না তা নিয়েও সন্দেহ।
কাউন্সিলারদের তৃণমূলে ফিরিয়ে রাজ্যের মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ভয় দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে তাদের দলের কর্মীদের দলবদল করিয়েছিল বিজেপি। বিজেপি-র দাবি, পুলিশ ব্যবহার করে ভয় দেখাচ্ছে তৃণমূল। তাই ফের কাউন্সিলররা ফিরে যাচ্ছেন তৃণমূলে।
তিনি বলেন," আমরা যদি পাল্টা ভয় দেখাতে শুরু করি সামলাতে পারবে তো?"
এর পরে এই বিজেপি নেতা বলেন, ভাটপড়ায় বিজেপি পরিচালিত পুরসভায় তালা ঝুলিয়ে দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা। সেখানে পুলিশকে ব্যবহার করে কাউন্সিলারদের দল টানছে তৃণমূল। ভুয়ো মামলায় নাম জুড়ে দেবার ভয় দেখান হচ্ছে। এরপরই সায়ন্তন হুঙ্কার দিয়ে বলেন, "তৃণমূলের মনে রাখা উচিত, এক মাঘে শীত যায় না।" তাঁর কথায়, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি তৃণমূল কংগ্রেসের সংসদ-বিধায়কদের ধমকাতে শুরু করি, তবে ২৯৪ জন বিধায়কের মধ্যে ৯৪ জন তৃণমূলে থাকবেন না। আর ২২ জন সাংসদের ২ জন তৃণমূলে থাকবেন কি না তা নিয়েও সন্দেহ।
No comments