শিক্ষকদের বেতন বঞ্চনার(TGT স্কেল) অভিযোগ যথার্থ, জানালেন বিচারপতি! কালই রায় ঘোষণা?
নজরবন্দি ব্যুরোঃ বিজিটিএ বনাম রাজ্য সরকার এর, গ্র্যাজুয়েট টিচার্স দের টিজিটি স্কেল পাওয়া সংক্রান্ত হাইকোর্ট এ মামলা, আজ চূড়ান্ত পর্যায়ে পঁউছে গেলো। কেন্দ্রীয় হারে সারা রাজ্যে যেখানে গ্র্যাজুয়েট শিক্ষক রা টিজিটি স্কেল পান,শুধুমাত্র এই রাজ্যেই তা "পাশ স্কেল" নাম দিয়ে দীর্ঘ দু দশকেরও বেশী সময় জিয়িয়ে রেখে, চরম বেতন বঞ্চনার নজির গড়া হয়েছে।
অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ এই বঞ্চনার বিরুদ্ধে কোর্ট এ যে মামলা করে।আজ মৌসুমি ভট্টাচার্য-র এজলাসে তারই শুনানি চলে এক ঘন্টারও বেশি সময় ধরে।সংগঠন এর তরফে দুজন দুঁদে আইনজীবীর সামনে রাজ্য সরকারি উকিল কার্যত খড় কুটোর মতো উড়ে যান।বিচারপতি দু তরফের সওয়াল জবাব শুনে মন্তব্য করেন,"শিক্ষক দের তরফে আনা অভিযোগ যথার্থ।আমি ওনাদের বক্তব্যে স্যাটিসফায়েড।" এমতাবস্থায় সরকারি আইনজীবীর নিতান্ত আবেদনে বিচারপতি আর এক দিন সময় মঞ্জুর করেন।সংগঠন এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন,"আমরা প্রথম থেকেই এই মামলায় অনেকটাই এগিয়ে ছিলাম।আজও আছি।সরকারের পরাজয় শুধু সময়ের অপেক্ষা।
তবে সরকারের অর্থের অভাব নেই।তাই সরকার আমাদের বিরুদ্ধে আরও উচ্চ আদালতে যাওয়ার ইংগিত দিয়েছে।তাই আমি রাজ্যের সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষক দের কাছে অনুরোধ করবো,আপনারাও প্রস্তুত হোন ও সংগঠন কে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতেও পরাজয়ের মুখ দেখানোর জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন।এই মামলা যে পর্যায়ে আছে,সরকার সুপ্রিম কোর্ট এ গেলেও হার নিশ্চিত। "
অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ এই বঞ্চনার বিরুদ্ধে কোর্ট এ যে মামলা করে।আজ মৌসুমি ভট্টাচার্য-র এজলাসে তারই শুনানি চলে এক ঘন্টারও বেশি সময় ধরে।সংগঠন এর তরফে দুজন দুঁদে আইনজীবীর সামনে রাজ্য সরকারি উকিল কার্যত খড় কুটোর মতো উড়ে যান।বিচারপতি দু তরফের সওয়াল জবাব শুনে মন্তব্য করেন,"শিক্ষক দের তরফে আনা অভিযোগ যথার্থ।আমি ওনাদের বক্তব্যে স্যাটিসফায়েড।" এমতাবস্থায় সরকারি আইনজীবীর নিতান্ত আবেদনে বিচারপতি আর এক দিন সময় মঞ্জুর করেন।সংগঠন এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন,"আমরা প্রথম থেকেই এই মামলায় অনেকটাই এগিয়ে ছিলাম।আজও আছি।সরকারের পরাজয় শুধু সময়ের অপেক্ষা।
No comments