Header Ads

টাকার বিনিময়ে সিপিআই(এম) তাদের ভোট দিয়েছে বিজেপিকে! বিস্ফোরক শুভেন্দু

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরাজয়ের মুখ দেখেছে তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতারা। রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম।
তৃণমূলের সব চেষ্টাকে ব্যর্থ করে ১৮ আসন জিতেছে বিজেপি। গেরুয়া শিবিরের জয়ের কারণ হিসাবে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে সিপিআই(এম) তাদের ভোট ট্রান্সফার করার জন্য এই রাজ্যে বিজেপির এই জয়। এবার তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী আরও গুরুতর অভিযোগ করলেন।


টাকার বিনিময়ে বিজেপি–কে ভোট ট্রান্সফার করেছে সিপিআই(এম)। এমনই অভিযোগ করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ খেজুরি ২ নম্বর ব্লক তৃণমূলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে খেজুরির নির্বাচনী ফলাফল এভাবে বিশ্লেষণ করেন শুভেন্দু। জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দিতে বলেন মন্ত্রী। ওই সভাতে মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা।
মন্ত্রী অভিযোগ করে বলেন, সিপিআই(এম) এর কায়দায় খেজুরিতে বিজেপি গ্রাম দখলের চেষ্টা চালাচ্ছে।
তাঁর কথায়, " নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই আমাদের কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে ক্রমাগত। গ্রাম দখলের চেষ্টা চলছে। আমি চাইলে ৭ দিনের মধ্যে সোজা করে দিতে পারতাম। কিন্তু আমি সেই কাজটা করিনি। কারণ, খেজুরির একাংশ মানুষ নতুন কিছু দেখবেন বলে তৃণমূল ছেড়ে বিজেপি–তে গেছেন। আমি এখানকার মানুষের বিজেপিকে চেনানোর সুযোগ দিয়েছি।" এর পরে হেঁড়িয়ায় মহিলা ওসি হেনস্থার ঘটনায় বিজেপি–র তীব্র নিন্দা করেন শুভেন্দু। এলাকা সূত্রে জানা গিয়েছে, মূলত বিজেপি–র অত্যাচারের বিরুদ্ধে দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই আজকের এই সভার আয়োজন করে তৃণমূল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.