Header Ads

বেতন-পেনশন নিই না। বই বিক্রি করে সংসার চলে: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমস্ত বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। যদিও বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে কম বিতর্ক হয় নি রাজ্যে। এবার সেই  বিতর্কিত বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি জানালেন তিনি কোনও বেতন নেন না।

গতকাল কলকাতা প্রেস ক্লাবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, " কোনও বেতন আমি নিই না। বই, ছবি আঁকা বাবদ যে টাকা আসে, সেই টাকা নিই শুধু।" মুখ্যমন্ত্রী কলকাতা প্রেস ক্লাবকে ব্যক্তিগত ১ লাখ টাকা অনুদান দেন।
বলেন, "বেতন আমি নিই না। পেনশন নিই না।
কিন্তু আমার সংসার চলে যায়। আমি একা, বই বিক্রি করি। বই বিক্রি করে যে রয়্যালটি পাই তার টাকায় চলে যায়। প্রয়োজনে টাকা ধার দিতেও পারি। এছাড়া গানের সিডি বিক্রি হয়, সেখান থেকে কিছু পয়সা পাই। এই টাকা আমি ব্যক্তিগতভাবে দিলাম। এটা আমার পার্টির টাকা নয়।" মুখ্যমন্ত্রী এর পরেই বলেন , "এখনও অনেক সাংবাদিক আছেন যাদের থাকার ঘর পর্যন্ত নেই। রাজারহাটে দশ কাঠা জমি আপনাদের জন্য দিতে চাই। জায়গাটা দেখে নিতে পারেন। তারপর সেখানে কি করবেন দেখে নেবেন। আমিও আপনাদের পরিবারের একজন সদস্য।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.