Header Ads

কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা আছে! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। এবার সরাসরি আঙুল ভেঙে দেবার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির হেভি-ওয়েট নেতা সায়ন্তন বসু। গতকাল হাওড়ায়  গোয়ালবাটি এলাকায় এক দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা বিজেপির আছে।
এর পরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির কার্যকর্তাদের আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও এমন বিতর্কিত মন্তব্য করে আগেও বহু বার সমালোচনায় জড়িয়ে ছিলেন এই বিজেপি নেতা। এর আগে নির্বাচনী প্রচারে কাঠারি নিয়ে রুখে দাঁড়াতে বলে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি।

শিক্ষকদের অনশন নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যতটা সামর্থ্য ততটা করব। কেন্দ্রের হারে বেতন চাইলে কেন্দ্রে গিয়ে কাজ করুন। এই প্রসঙ্গে সায়ন্তনের বক্তব্য," রাজ্যের মুখ্যমন্ত্রীর শিক্ষার অভাব আছে।"
ইভিএম-এর বদলে ব্যালটের ভোটের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি এই বিজেপি নেতা। তিনি বলেন, "ব্যালটে নির্বাচন হলে ছাপ্পা ভোট দিতে সুবিধা হবে। যেটা ইভিএম-এ করা সম্ভব নয়।" এর পরেই মুখ্যমন্ত্রীকে সায়ন্তন বলেন, উনি হলেন শালগ্রাম শিলা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.