ক্যারিবিয়ান সফরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন দাদা।
নজরবন্দি ব্যুরোঃ ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে শুভমান গিল, অজিঙ্কা রাহানে সুযোগ না পাওয়ায় এবার ভারতীও নির্বাচক কমিটির দিকে আঙুল তুললেন সৌরভ গাঙ্গুলি। তাঁদের এই সিদ্ধান্ত যে তিনি মেনে নিতে পারেন নি তা তাঁর কথাতেই স্পষ্ট। তিনি প্রশ্ন করে বলেছেন, “ভারতীয় দলে এখন এমন একাধিক ক্রিকেটার রয়েছেন, যারা তিন ফর্ম্যাটেই খেলতে পারেন। অজিঙ্ক রাহানে ও শুভমান গিলকে ওয়ান ডে দলে না দেখে সত্যিই অবাক হলাম”।
দাদা আরও বলেন, “নির্বাচকদের নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনা উচিত।আত্মবিশ্বাস বাড়াতে বাছাই করা খেলোয়াড়দের তিন ফর্ম্যাটে খেলানো উচিত। তবেই ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতা আসবে”। প্রসঙ্গত শুভমান গিল একদিন আগেই জানিয়েছেন, ক্যারিবিয়ান সফরে অন্তত একটি দলে থাকার আশা তিনি করেছিলেন।
দাদা আরও বলেন, “নির্বাচকদের নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনা উচিত।আত্মবিশ্বাস বাড়াতে বাছাই করা খেলোয়াড়দের তিন ফর্ম্যাটে খেলানো উচিত। তবেই ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতা আসবে”। প্রসঙ্গত শুভমান গিল একদিন আগেই জানিয়েছেন, ক্যারিবিয়ান সফরে অন্তত একটি দলে থাকার আশা তিনি করেছিলেন।

No comments