Header Ads

কে হতে পারেন বিরাটদের নতুন কোচ? কারা আছেন দৌড়ে?

নজরবন্দি ব্যুরোঃ ক্যারিবিয়ান সফরে পরেই শেষ হবে শাস্ত্রী জামানা। কারণ ভারতীও বোর্ড আবার নতুন কোচের জন্য আবেদন পত্র চেয়েছেন। ফলে দেশে ও বিদেশের অনেকে কোচ আবেদন করেছেন কোহেলিদের দায়িত্ব নেবার জন্য তাঁর মধ্যে উল্লেখ যোগ্য নাম গুলি হল গ্য়ারি কার্স্টেন, মাহেলা জয়বর্ধনে এবং টম মুডি, বীরেন্দ্র শেহওয়াগ ও সাইমন কাটিচ। সুধু হেড কোচই নয় তার সাথে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং কোচ নেওয়া হবে। এর সঙ্গেই ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্য়ানেজার ও নেওয়া হবে। তবে প্রধান কোচের লড়াইয়ে প্রথমে আছেন গ্যারি কার্স্টেন, মাহেলা জয়বর্ধনে । ২০০৮-২০১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন গ্যারি।
 তাঁর কোচিংএ ভারত ১১ সালে বিশ্বকাপ সহ অনেক ট্রফি যেতে। তাঁর পর তিনি কোচ পদ ছাড়েন এর আগে ভারতীও মহিলা দলের কোচ হবার জন্যও তিনি আবেদন করেছিলেন। এর পর হল মাহেলা জয়বর্ধনে । প্রাক্তন এই শ্রীলঙ্কান অধিনায়কের আন্তর্জাতিক কেরিয়ার বাকি সকলের থেকে অনেকটাই এগিয়ে। ২০ হাজারের বেশি আন্তজাতিক রান আছে তাঁর। ২০১৭-তে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে যোগ দেন।তাঁর কোচিংয়েই রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স ২ বার আই পি এল চাম্পিয়ান হয়। ফলে তিনি ভারতের কোচ হবার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন। এর পর যার নাম উঠে আসছে তিনি হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি।
 ২০০৫ সাল ভারতের কোচ হওয়ার জন্য প্রবল দাবিদার ছিলেন কিন্তু তাঁর জায়গাতে কোচ হন চ্যাপেল। তাঁর পরের টা তো ইতিহাস। সেই মুডি এবার আবার কোচের লড়ায়ে। মুডি শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে ২০০৭ বিশ্বকাপের ফাইনালে তুলেছিল শ্রীলঙ্কাকে। তাছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের কোচিংও করান তিনি। ফলে কোচ হবার জন্য তিনিও বেশ ভালো দাবীদার। এখন সবটাই নিরভর করছে কপিল দেব দের কমিটির উপর। এদের মধ্যে কাকে তাঁরা বেছে নেনে। না কি প্রাক্তন খেলোয়াড় ভিরু সবাইকে টোপকে হয়ে যাবেন বিরাটদের স্যার? বলবে সময়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.