রাজ্য চাইলে ব্যালট পেপারে পুরভোট করতেই পারে! তৃণমূল নেত্রীর পাশে সিপিআই(এম)
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে বামেরা তৃণমূলের পাশে দাঁড়াবে বা তৃণমূল বামেদের পাশে দাঁড়াবে এমন কথা ভাবতেই পারতেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু নির্বাচনে বঙ্গে বিজেপির সাফল্যের পর থেকে সিপিআই(এম) ও তৃণমূল এই দুই রাজনৈতিক দল তিক্ততার সম্পর্কের কথা ভুলে গিয়ে একে অপরের কাছে আসতে শুরু করেছে।
কিছু দিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্য থেকে এই দুই দলের মধ্যে দূরত্ব যে কমছে তার প্রমাণ পাওয়া যায়।
এবার নজিরবিহীন-ভাবে তৃণমূল সরকারের পাশে দাঁড়ালেন বামপন্থীরা। পঞ্চায়েত ও পুরভোট ইস্যুতে রাজ্য সরকারের দাবিকেই সমর্থন জানাল সিপিআই(এম)। ইভিএমে কারচুপি হয়েছে, এই অভিযোগে আগামী দিনে পুরসভাগুলির ভোট ব্যালট পেপারে হবে বলে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবিকে সমর্থন করলেন সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তৃণমূল নেত্রীর মতন সীতারাম ইয়েচুরি এদিন ভিভিপ্যাট ও ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, লোকসভার চলতি অধিবেশনের পর বিরোধী দলগুলি এই বিষয় নিয়ে আলোচনায় বসবে।
আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "রাজ্যে পঞ্চায়েত বা পুরভোট ব্যালটে না ইভিএমে হবে, সেটা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য চাইলে ব্যালট পেপারে পুরভোট করতেই পারে। এই প্রসঙ্গে ইয়েচুরি কর্ণাটক উত্তরাখণ্ড-সহ কয়েকটি রাজ্যে ব্যালেট পেপারে ভোট সাফল্যের সঙ্গে হয়েছে বলে দাবি করেন।
কিছু দিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্য থেকে এই দুই দলের মধ্যে দূরত্ব যে কমছে তার প্রমাণ পাওয়া যায়।
এবার নজিরবিহীন-ভাবে তৃণমূল সরকারের পাশে দাঁড়ালেন বামপন্থীরা। পঞ্চায়েত ও পুরভোট ইস্যুতে রাজ্য সরকারের দাবিকেই সমর্থন জানাল সিপিআই(এম)। ইভিএমে কারচুপি হয়েছে, এই অভিযোগে আগামী দিনে পুরসভাগুলির ভোট ব্যালট পেপারে হবে বলে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবিকে সমর্থন করলেন সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তৃণমূল নেত্রীর মতন সীতারাম ইয়েচুরি এদিন ভিভিপ্যাট ও ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, লোকসভার চলতি অধিবেশনের পর বিরোধী দলগুলি এই বিষয় নিয়ে আলোচনায় বসবে।

No comments