Header Ads

মঙ্গলবার গভীর রাতের বৃষ্টিতে ফের জলমগ্ন বাণিজ্য নগরী মুম্বাই।

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার গভীর রাত থেকে টানা বৃষ্টিতে আবার জলমগ্ন বাণিজ্য নগরী মুম্বাই। শহরের বহু এলাকাতে জমে গিয়েছে জল। রেল লাইনে জল উঠে পরারা জন্য ব্যাহত ট্রেন চলাচল। বেশ কিছু প্রধান রাস্তা বন্ধ জল জামার জন্য। শহরের গান্ধী মার্কেট, আন্ধেরি, হিন্দমাতা এলাকার জনজীবন বিপর্যস্ত।
বেশির ভাগ স্কুল ছুটি ঘোষণা কড়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী আরও ২৪ ঘণ্টা বৃষ্টি হবে। ফলে সব্রকম সতর্কতা নিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রসঙ্গত, জুলাই-এর শুরুতেও বৃষ্টি-বিপর্যয়ের মুখে পড়েছিল এই শহর। সে সময় ২৬ জম মানুষের মৃত্যু হয়েছিলো। আবার অতি বৃষ্টির ফলে পুনরায় বিপর্যস্ত বাণিজ্য নগরী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.