সব নাটকের অবসান। প্রত্যাশিতভাবেই হারল কর্ণাটকে কুমারস্বামীর জোট সরকার।
নজরবন্দি ব্যুরোঃ প্রত্যাশিতভাবেই হারল কর্ণাটকে কুমারস্বামীর জোট সরকার। সরকারের পক্ষে ভোট পড়ে ৯৯ জন বিধায়কের, বিপক্ষে ১০৫। আর সেই সাথে পতন হল কংগ্রেস-জেডিএসের ১৪ মাসের সরকারের। কংগ্রেস এবং জেডিএস জোট বেঁধে সরকার গড়ে। কিন্তু জোটের আয়ু নিয়ে থেকে থেকেই সংশয় তৈরি হয়। ওত পেতে থাকে বিজেপি। সরাসরি দলবদল নয়, সোজা ইস্তফার রাস্তায় গেলেন এবার একঝাঁক বিধায়ক। এমাসের প্রথম দিকে কংগ্রেসের ১৩ জন ও জেডিএস-এর ৩ জন বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজনৈতিক সংকট শুরু হয় কর্ণাটকে।
সেই সঙ্গে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শাসক জোটে থাকা দুই নির্দল বিধায়ক । এর পর থেকেই নানা টালবাহানার মধ্যে দিয়ে চলছিল কর্ণাটকে ক্ষমতা বদলের পর্ব। প্রসঙ্গত গত প্রায় তিন সপ্তাহ ধরে কর্ণাটকের নাটক চলছে। শুরুটা হয়েছিল কংগ্রেসের দশ এবং জেডিএসের তিন জন বিধায়কের পদত্যাগকে ঘিরে। তখন থেকেই সরকার ভেঙে যাওয়ার জল্পনা শুরু হয়। বর্তমানে বিদ্রোহী বিধায়কের সংখ্যা ১৬। এর সঙ্গে দু'জন নির্দল বিধায়ক রয়েছেন যাঁরা বিধায়কপদ থেকে পদত্যাগ করেননি কিন্তু কুমারস্বামী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন।

No comments