Header Ads

পুর-নির্বাচন ব্যালটে করার ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রস্তাবকে সমর্থন জানিয়ে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির।

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বড় রকমের ধাক্কা খায় শাসক তৃণমূল কংগ্রেস। আর এর পর থেকে ইভিএমের বদলে ব্যালটে ভোটের দাবি জানাতে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ২১শের মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন এবারের রাজ্যের পুর-ভোট হবে ব্যালটে। যদিও এই প্রস্তাবে আপত্তি করেনি বঙ্গ বিজেপির নেতারা। বিজেপি নেতৃত্বের প্রশ্ন, এর আগে ব্যালটেই তো ভোট হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। তাহলে কেন তখন ভোট করতে দেননি রাজ্যের শাসক দল।

এর পরেন বিজেপির তরফ থেকে জানান হয়, পরাজয়ের হতাশা থেকে এখন ব্যালটের দোহাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। যদিও নেত্রী লোকসভা ভোটে ইভিএমে কারচুপি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন । লোকসভা নির্বাচনে মোদী-শাহ জুটির দাবি কে সত্যি প্রমাণ করে লোকসভা ভোটে ৩০০ আসন পার করে করে বিজেপি। এতেই মুখ্যমন্ত্রীর সন্দেহ আরও বাড়ে। তিনি বলেন, "বিজেপি প্রতারণা করেছে। প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে। রাজ্যে তাও সংখ্যাগরিষ্ঠ আসন পাননি।"

এর পরেই তিনি এবারের নির্বাচন গুলি ব্যালটে করার দাবিতে নতুন করে সরব হতে দেখা যায় তাঁকে। গতকাল মঞ্চ থেকে ইভিএমের বদলে ব্যালটে ভোটের দাবি করা হয় তৃণমূলের তরফে।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "শেষ বারের পঞ্চায়েত নির্বাচন তো ব্যালটেই হয়েছিল। তাতে রাজ্যের শাসক দল তৃণমূল জিতবে বলে আগে থেকে ভেবে নিয়েছিল। কিন্তু, উনি ভোটটাই করতে দিলেন না। নিজের দলের প্রতি বিশ্বাস না থাকলেই ওইরকম করে ভোট আটকায়।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.