দল নির্বাচনের দিনই সেনার সাথে ট্রেনিং করার ছাড়পত্র পেলেন মাহি।
নজরবন্দি ব্যুরোঃ এম এস ধোনি ২ মাসের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন কারণ তিনি টেরিটরিয়াল আর্মিতে কাটাতে চান। তাই তাঁকে ছাড়াই ক্যারিবিয়ান সফরের দল বেছেনিল ভারত। আর ওই একই দিনে ভারতীয় সেনার সাথে ট্রেনিং করার ছাড়পত্র পেলেন মাহি। সেনা প্রধান বিপিন রাওয়াত ধোনিকে এই ছাড়পত্র দিলেন।
দু এক দিনের মধ্যেই প্যারাসুট রেজিমেন্টের সাথে ট্রেনিংএ যোগ দেবেন তিনি। সুত্রের খবর তাঁর ট্রেনিং হতে চলেছে জম্মু কাশ্মীরে। তবে তাঁকে সেনা অ্যাক্টিভ অপারেশনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।প্রসঙ্গত এমএস ধোনি ২০১১ সালে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটিন্যান্ট উপাধি পেয়েছিলেন।
দু এক দিনের মধ্যেই প্যারাসুট রেজিমেন্টের সাথে ট্রেনিংএ যোগ দেবেন তিনি। সুত্রের খবর তাঁর ট্রেনিং হতে চলেছে জম্মু কাশ্মীরে। তবে তাঁকে সেনা অ্যাক্টিভ অপারেশনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।প্রসঙ্গত এমএস ধোনি ২০১১ সালে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির লেফটিন্যান্ট উপাধি পেয়েছিলেন।

No comments