ইতিহাস সৃষ্টির মুখে ভারত। আজ চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্র যান-২।
নজরবন্দি ব্যুরোঃ কাউন্টডাউন শুরু হল। আজ সোমবার দুপুর ২.৪৫ মিনিটে চাঁদের উদ্দেশে পারি দেবে চন্দ্র যান-২। ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন। ‘সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এই কাউন্ট ডাউন পর্ব চলাকালীন রকেটের সবরকম চেকিং করা হবে।গতবারের মতো ত্রুটি যাতে না ঘটে সেটা খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়েই উড়ে যাবে চন্দ্রযান-২’। ভারতের আগে মাত্র তিনটি দেশ এর আগে চাঁদে রোভার পাঠাতে পেরেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ,মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। ভারত চতুর্থ দেশ হিসাবে এই কীর্তি স্থাপন করবে। গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত। চন্দ্রযান - ১-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসাবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত। এবার আরও এক ইতিহাসের দোরগড়ায় ভারত।

No comments