শ্রাবণেও ‘শ্রাবণ ধারার’ অপেক্ষায় বঙ্গবাসী। কি বলছে হাওয়া অফিস।
নজরবন্দি ব্যুরোঃ আষাঢ় পেরিয়ে শ্রাবণেও গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। বৃষ্টির এখনও সেরকম কোন দেখা নেই। উত্তর বঙ্গে কিছু বৃষ্টি হলেও দক্ষিন বঙ্গে সেই প্যাচপেচে গরম আর তার সাথে চরা রোদ্দুর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ।
ফলে গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি মিলবে না এখনই। তবে কিছুটা আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আজ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিকেলর পর মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সাময়িক সস্থি মিললেও এখনি বর্ষার কোন পূর্বাভাস নেই।
ফলে গরমের হাঁসফাঁসানি থেকে মুক্তি মিলবে না এখনই। তবে কিছুটা আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আজ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আকাশ প্রধানত মেঘলা থাকবে। বিকেলর পর মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সাময়িক সস্থি মিললেও এখনি বর্ষার কোন পূর্বাভাস নেই।

No comments