পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যার্থ বৈঠক, অনশন জারি থাকছে প্রাথমিক শিক্ষকদের। #Exclusive
আগে যোগ্যতামান ছিল মাধ্যমিক পাশ। বর্তমানে HS ৫০% বা Graduate সঙ্গে ডিএলএড ট্রেনিং না থাকলে হওয়া যায়না প্রাথমিক শিক্ষক। এহেন যোগ্যতা নিয়ে শিক্ষকতা করবেন, আর বেতনের বেলায় সেই পুরনো মাধ্যমিক মান অনুযায়ী PB-২ তে তাঁরা বেতন পাবেন! এরই প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে আপামর প্রাথমিক শিক্ষক কূল। কিন্তু রাজ্য সরকারের ভূমিকা কি? একটু আগে পর্যন্তও 'প্রচ্ছন্ন হুমকি' ছাড়া তেমন কোন ভূমিকাই ছিলনা রাজ্য সরকারের।
শিক্ষামন্ত্রী তাঁদের মৌখিক প্রতিশ্রুতি দিয়ে বলেন, "তিনি দেখছেন"। শিক্ষকদের অভিযোগ, এর আগেও একই ভাবে একই কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এই মৌখিক আশ্বাসে খুশি নন আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকরা। তাঁরা জানিয়ে দিয়েছেন লিখিত প্রতিশ্রুতি না পেলে অনশন জারি থাকছে।
UUPTWA তাদের অবস্থান জানিয়ে দিয়েছে, সভাপতি সন্দীপ ঘোষ জানিয়েছেন, আজ শিক্ষামন্ত্রীর ডাকে আমরা সুষ্ঠু আলোচনার জন্য গিয়েছিলাম। কিন্তু উনি Pay scale revision নিয়ে পরিষ্কার কোন প্রতিশ্রুতি দেন নি ।বদলি নিয়ে ও বলেছেন সোমবারের পর করে দেবেন কিন্তু এই প্রতিশ্রুতি উনি ২৪ শে জুনেও বলেছিলেন কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। সুতরাং, আমাদের রাজ্য কমিটির মিটিং এ সিদ্ধান্ত অনুসারে ধর্না এবং অনশন জারি রাখা হল।প্রয়োজনে অনশনকারির সংখ্যা ও বাড়বে। উস্থির গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু মণ্ডল জানিয়েছেন, আমাদের হারানোর মত নতুন কিছু নেই, কিন্তু রাজ্য সরকার এর পরিনাম বুঝতে পারবে। এক ঘন্টা ১৫ মিনিটের মিটিং সম্পূর্ণ ব্যার্থ বলে খবর পাওয়া যাচ্ছে।

No comments