প্রয়াত শিলা দীক্ষিত।
নজরবন্দি ব্যুরোঃ চলে গেলেন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শারীরিক অসুস্ততা নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যার্থ করে মারা গেলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, শীলা দীক্ষিতের অবদান মানুষ চিরকাল মনে রাখবে। তাঁর চলে যাওয়ার দিল্লির জন্য বড় ক্ষতি বলেও মনে করনে তিনি। শীলা দীক্ষিত ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে তিনি হন কেরলের রাজ্যপাল। কয়েক মাসের মধ্যে ইস্তফা দেন।

No comments