ইন্দোনেশিয়া ওপেনে সিন্ধু ঝড়ে উড়ে গেল চিনা প্রতিদ্বন্দ্বী। ফাইনালে পি ভি।
নজরবন্দি ব্যুরোঃ ৪৬ মিনিটের চোখ ধাঁধানো লড়াই করে চিনা প্রতিদ্বন্দ্বী বিশ্বের তিন নম্বর চেন ইউফে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। ২১/১৯ ও ২১/১০ সেটে এই জয় পেলেন তিনি। আগামিকাল সিন্ধু ফাইনালে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন। ২০১৯ এর প্রথম দিকটা ভালো যায়নি সিন্ধুর। সুধীরমান কাপের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন। তারপর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন তিনি।
তারপর এক মাসের বিরতিতে সিন্ধু নিজেকে তাঁর পুরনো মেজাজে গুছিয়ে নিয়েছেন। আর তার প্রমাণ দিচ্ছেন ইন্দোনেশিয়া ওপেনেই। শুক্রবার ওকুহারার বিরুদ্ধে জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। আর সেমি ফাইনালে তো বিশ্বের তিন নম্বরকে হারিয়ে ফাইনালে উঠলেন।
তারপর এক মাসের বিরতিতে সিন্ধু নিজেকে তাঁর পুরনো মেজাজে গুছিয়ে নিয়েছেন। আর তার প্রমাণ দিচ্ছেন ইন্দোনেশিয়া ওপেনেই। শুক্রবার ওকুহারার বিরুদ্ধে জয় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। আর সেমি ফাইনালে তো বিশ্বের তিন নম্বরকে হারিয়ে ফাইনালে উঠলেন।

No comments