Header Ads

অধিবেশনে গরহাজির মন্ত্রীরা, মেজাজ হারালেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: অধিবেশনে মেজাজ হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগাম নির্দেশিকা জারির পরেও সংসদীয় অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেরই অনুপস্থিত।
আর সেই কারণে রেগে আগুণ প্রধানমন্ত্রী। কারা কারা অনুপস্থিত সেই নামের তালিকা চাইলেন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির সাপ্তাহিক সংসদীয় বৈঠকের সময় তিনি জানতে চান রোস্টারে নাম থাকার পরেও কারা অনুপস্থিত।

যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী এই প্রথম সতর্ক করলেন এমন নয়। সম্প্রতি এক বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সংসদে দলের সদস্যদের উপস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিজেপি নেতাদের উপস্থিতির হার, তাদের প্রশ্ন, তর্ক-বিতর্ক সব কিছুরই প্রমাণ স্বরূপ রেকর্ড রাখা হচ্ছে। ওই বৈঠকে মোদী বলেন, "উপরের সমস্ত বিষয়ের ওপর নির্ভর করেই প্রত্যেকের র‍্যাঙ্কিং করে পরে তাদের মন্ত্রিত্বের বিষয়ে চিন্তাভাবনা করা হয়।" আজ মোদী তার দলের সাংসদদের বলেন, নিজেদের কেন্দ্রে ভাল কাজ করে দেখাতে হবে।

আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এস জয়শঙ্কর ও ভি মুরলীধরণও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.