Header Ads

আজ আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার রায়দান।

নজরবন্দি ব্যুরোঃ আজ পাক জেলে বন্দি মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদব মামলার সম্ভাব্য রায়দান। ইতিমধ্যেই নেদারল্যান্ডের দ্য হেগে পৌঁছে গিয়েছেন পাকিস্তানের আইনজ্ঞ দল। গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাক সেনা আদালত।পাক সেনা আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতে যায় ভারত। দিল্লির দাবি, মিথ্যে মামলা সাজিয়ে ফাঁসানো হয়েছে কুলভূষণকে। তার কাছ থেকে জোর করে জবানবন্দি আদায় করেছে পাক সেনা।
বুধবার নেদারল্যান্ডস এর হেগ এ মামলার রায় দেবেন বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফ। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ ওই রায় পড়ে শোনাবেন বিচারপতি। ২০১৬ সালের ৩ মার্চ বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয় কুলভূষণকে। ইরান থেকে পাকিস্তান ঢোকার পরই তাকে গ্রেফতার করা হয় এমনই দাবি পাক সেনার। । অন্যদিকে, ভারতের দাবি ব্যবসার কাজে ইরান গিয়েছিলেন কুলভূষণ। তাঁকে সেখান থেকে অপরহণ করে নিয়ে আসে পাক সেনা। তালিবান জঙ্গিদের দিয়েই ওই কাজ করে পাক সেনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.