দুই অধিনায়কের পথে হাঁটতে পারে বিসিসিআই।
নজরবন্দি ব্যুরোঃ ইংল্যান্ড থেকে শিক্ষা নিয়ে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চাইছে বোর্ড। এর জন্য এখন থেকে স্ট্র্য়াটেজি তৈরি করে এগোতে চাইছে বিসিসিআই। কিন্তু বিরাট-রোহিতের মনোমালিন্য সেই পরিকল্পনার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা।এ ক্ষেত্রে দুই ক্যাপ্টেন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারে বোর্ড। অর্থাৎ ওয়ান ডে তে অধিনায়ক রোহিত আর টেস্ট এ অধিনায়ক বিরাট। এটাই তাঁদের মনোমালিন্য কাটানোর সেরা উপায় বলে মনে করছে বোর্ড কর্তারা। সুত্রের খবর সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের উপস্থিতিতে বোর্ডের ১৭ এবং ১৮ জুলাইয়ের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হতে পারে ।
উল্লেখ্য ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সংঘাত শুরু হয় বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। এই জল্পনা আরও জোরাল হয় যখন রোহিত শর্মা দলকে ছেড়ে ইংল্যান্ড ছেড়ে দেশে ফিরে এল। দলের অন্দরে কান পাতলে এও শোনা যাচ্ছে বিরাট-রোহিত নাকি ভাগ হয়েছে ভারতীয় শিবির। আর এই বিষয়টা বিসিসিআই-র কানে পৌঁছানোর পরেই নড়েচড়ে বসে বোর্ড। তাই বিতর্ক ধামাচাপা দিতে তারা দুই ফর্ম্যাট-দুই ক্যাপ্টেন নির্বাচনের দিকে ঝুঁকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
No comments