বনগাঁ পুরসভা দখলের দাবি তৃণমূলের!
নজরবন্দি ব্যুরো: বনগাঁ পুরসভায় আজ চরম নাটক অনাস্থা প্রস্তাবকে ঘিরে। বোমাবাজি থেকে কাউন্সিলরকে বাধা দেওয়া সব ঘটল বনগাঁ পুরসভা এলাকায়। যদিও আস্থা ভোটে জয়ের দাবি জানিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে, দুই কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাউন্সিলর হিমাদ্রী মণ্ডল ও কার্তিক মণ্ডল। আজ দু-জন কাউন্সিলরের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয় আদালত।
আজ প্রেসটিজের লড়াইয়ে বনগাঁ পুরসভা দখলের দাবি জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকের আস্থা ভোটে অনুপস্থিত ছিল বিজেপি কাউন্সিলররা। এমন দাবি করেন পৌরপ্রধান শঙ্কর আঢ্যর। বিকেল ৩টের সময় আস্থা ভোট ছিল। ৩.২৫ পর্যন্ত অপেক্ষা করে অফিসার। যাঁরা অনাস্থা আনেন, তাঁরা আসেননি। ১০-৯ ভোটে জয়ী তৃণমূল। উপস্থিত কাউন্সিলরদের ভোটে জয়ী তৃণমূল। এমন দাবি দাবি শংকর আঢ্যের।
জানা গিয়েছে, দুই কাউন্সিলরকে পুরসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কাউন্সিলর হিমাদ্রী মণ্ডল ও কার্তিক মণ্ডল। আজ দু-জন কাউন্সিলরের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয় আদালত।
No comments