তৃণমূল নেতার বাড়িতে আগুন, অভিযোগের তির বিজেপির দিকে
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। শাসক ও বিরোধী উভয় দলের প্রতিনিধিদের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। এবার তৃণমূল নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেবার অভিযোগ উঠল। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের তির বিজেপির দিকে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল পটাশপুর ২ ব্লকের পিন্ডরুই গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটমানি নেওয়া এবং স্বজনপোষণের অভিযোগ তুলে এদিন সকালে পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্যা পম্পা প্রধানের বাড়ি ঘেরাও করেন এলাকার লোকজন। কাটমানি ফেরত ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। যদিও অশান্তি এড়াতে বিক্ষোভকারীদের সঙ্গে ব্লকে আলোচনায় বসার প্রস্তাব রাখেন পম্বাদেবী। অভিযোগ, "কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের একাংশ তাণ্ডব শুরু করে দেয়।
তাঁর বৃদ্ধা শাশুড়ি প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মঞ্জু প্রধান বাধা দিতে এলে তাঁকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অভিযুক্তরা। পরে খড়ের ছাউনি মাটির বাড়িতে আগুন ধরিয়ে দেয় ওই বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ।পুলিশের সাহায্যে এলাকার লোকেরা জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় অবশ্য কোনও অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলেই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল পটাশপুর ২ ব্লকের পিন্ডরুই গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটমানি নেওয়া এবং স্বজনপোষণের অভিযোগ তুলে এদিন সকালে পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্যা পম্পা প্রধানের বাড়ি ঘেরাও করেন এলাকার লোকজন। কাটমানি ফেরত ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। যদিও অশান্তি এড়াতে বিক্ষোভকারীদের সঙ্গে ব্লকে আলোচনায় বসার প্রস্তাব রাখেন পম্বাদেবী। অভিযোগ, "কিছুক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের একাংশ তাণ্ডব শুরু করে দেয়।

No comments