আইসিসির হল অব ফেম সম্মান পেলেন সচিন রমেশ তেণ্ডুলকর।
নজরবন্দি ব্যুরোঃ আইসিসির হল অফ ফেম-এ এবার যুক্ত হলেন ক্রিকেট ঈশ্বর। ষষ্ঠ ভারতীয় তারকা হিসেবে এই বিরল সম্মান পেলেন সচিন রমেশ তেণ্ডুলকর। ২০০৯ সালে প্রাক্তন ভারতীয় তারকা বিষেন সিং বেদি, সুনীল গাভাসকর এবং বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়ক কপিল দেবকে হল অফ ফেম-এর সম্মান দেয় আইসিসি। এরপর ২০১৫ এবং ২০১৮-য় এই সম্মান পেয়েছিলেন অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়। আর এবার মাস্টার ব্লাস্টার।
আইসিসি'র নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার অবসর গ্রহণের ৫ বছরের মেয়াদ পার করার পরই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে পারেন। তাঁর মতে আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ক্রিকেটাররা শুধু ভাল খেলোয়াড়ই নন বরং তাঁরা এক-একজন গেম চেঞ্জার। আইসিসি এই তালিকায় তাঁকে অনর্ভুক্ত করায় তিনি আপ্লুত।
আইসিসি'র নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার অবসর গ্রহণের ৫ বছরের মেয়াদ পার করার পরই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে পারেন। তাঁর মতে আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ক্রিকেটাররা শুধু ভাল খেলোয়াড়ই নন বরং তাঁরা এক-একজন গেম চেঞ্জার। আইসিসি এই তালিকায় তাঁকে অনর্ভুক্ত করায় তিনি আপ্লুত।


No comments