চোটের পর প্রথম ব্যাট হাতে নিয়েই যুবরাজের চ্যালেঞ্জ গ্রহণ করলেন ধওয়ন। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে মাত্র দু'টি ম্যাচ খেলার পরেই ছিটকে যেতে হয়েছিল ধওয়নকে। দেশে ফিরে আসতে হয়েছিলো তাঁকে। ভারতও সেমি ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এরপর চোট সারাতে বাস্ত ছিলেন শিখর। কিছু দিন আগে 'বটল ক্যাপ চ্যালেঞ্জ' গ্রহণ করেছিলেন যুবি। ব্যাট দিয়ে বল মেরে বোতলের ক্যাপ ফেলে দিয়েছিলেন তিনি।
টার পর তা করারা জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন ধওয়নক। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট দিয়ে বল মেরে বোতলের ক্যাপ খুললেন শিখর। তার নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করে যুবরাজ কে উদ্দেশ করে লিখলেন “এই আমার বটল ক্যাপ চ্যালেঞ্জ। চোটের পর আমি প্রথম বার ব্যাট তুলে নিলাম। ফিরে এসে ভাল লাগছে”। ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://twitter.com/SDhawan25/status/1151795990795448320
টার পর তা করারা জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন ধওয়নক। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট দিয়ে বল মেরে বোতলের ক্যাপ খুললেন শিখর। তার নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করে যুবরাজ কে উদ্দেশ করে লিখলেন “এই আমার বটল ক্যাপ চ্যালেঞ্জ। চোটের পর আমি প্রথম বার ব্যাট তুলে নিলাম। ফিরে এসে ভাল লাগছে”। ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://twitter.com/SDhawan25/status/1151795990795448320

No comments