পুজোর কথা মাথায় রেখে ক্লাবগুলিকে প্রশিক্ষণ দেবে দমকল! জানালেন মন্ত্রী
নজরবন্দি ব্যুরো: এবার বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল দমকল বিভাগ। সামনেই পুজো। আর সেই পুজোর কথা মাথায় রেখে রাজ্যের ক্লাব গুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে তারা।
বসিরহাটে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনে যোগ দিয়ে এমন খবর শোনালেন দমকল-মন্ত্রী সুজিত বসু। বসিরহাট পৌরসভায় ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হল এই অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্র। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল বিভাগের ডিজি জগমোহন, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল। উপস্থিত ছিলেন টলিস্টার ও সাংসদ নুসরত জাহান।
সুজিত বসু জানান, "দুর্গাপুজোর সময় দেখেছি কিছু কিছু ক্লাবের প্যান্ডেলে বালি জড় করে রাখতে।
যাতে আগুন লাগলে ওই বালি চাপা দিয়ে সেই আগুন নেভান যায়। বিদ্যুতের তার নিয়েও সমস্যায় থাকে। সেই সমস্যায় যাতে আর পড়তে না হয় এবার আমরা পুজোর আগে দমকল বিভাগের মাধ্যমে রাজ্যের প্রতিটি ক্লাবকে নিয়ে একটি বিশেষ কর্মশালা করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে আগুন লাগলে প্রাথমিক ভাবে কি করতে হয় তা সেখান হবে।"
বসিরহাটে অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনে যোগ দিয়ে এমন খবর শোনালেন দমকল-মন্ত্রী সুজিত বসু। বসিরহাট পৌরসভায় ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হল এই অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্র। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল বিভাগের ডিজি জগমোহন, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল। উপস্থিত ছিলেন টলিস্টার ও সাংসদ নুসরত জাহান।
সুজিত বসু জানান, "দুর্গাপুজোর সময় দেখেছি কিছু কিছু ক্লাবের প্যান্ডেলে বালি জড় করে রাখতে।

No comments