মুখ্যমন্ত্রীকে 'অনৈতিক কাজের মাস্টার' বলে তীব্র আক্রমণ করলেন মুকুল রায়।
নজরবন্দি ব্যুরো: তৃণমূল ছাড়ার পর থেকে বহু বার তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। এবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে সমালোচনা করলেন চাণক্য। গতকাল কাঁচরাপাড়ার বাড়িতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে 'মহোৎসব' বলে সমালোচনা করলেন মুকুল রায়।
বলেন, "সরকারি পয়সায় রাজ্যে 'মহোৎসব' করছে মুখ্যমন্ত্রী। জেলার মিটিংয়ের নামে পার্টির মিটিং করছেন নেত্রী। এই টাকা খরচ করছে রাজ্য সরকার। আর উনি জনগণের টাকায় সরকারি 'মহোৎসব' করে চলেছেন। এটা অনৈতিক। এই কাজকে কেউ সমর্থন করতে পারে না। ভারতের ইতিহাসে এমন অনৈতিক কাজ কেউ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজ করার মাস্টার। এটা তারই একটা প্রমাণ।"
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ধাক্কা খাবার পর প্রথম গতকাল মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত। জলভূমি ভরাট ও বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে বহু অভিযোগ জানান। সব প্রশ্নের উত্তরও দেন নেত্রী। আর সেই প্রশাসনিক বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন চাণক্য।
বলেন, "সরকারি পয়সায় রাজ্যে 'মহোৎসব' করছে মুখ্যমন্ত্রী। জেলার মিটিংয়ের নামে পার্টির মিটিং করছেন নেত্রী। এই টাকা খরচ করছে রাজ্য সরকার। আর উনি জনগণের টাকায় সরকারি 'মহোৎসব' করে চলেছেন। এটা অনৈতিক। এই কাজকে কেউ সমর্থন করতে পারে না। ভারতের ইতিহাসে এমন অনৈতিক কাজ কেউ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজ করার মাস্টার। এটা তারই একটা প্রমাণ।"

No comments