Header Ads

কোষাগার শূন্যতার অজুহাত ধোপে টিকল না আদালতে, সোমবার টিজিটি মামলার রায়দান

নজরবন্দি ব্যুরো: বিজিটিএ এর করা টিজিটি মামলার আজ শুনানি শেষ হল। এই গুরুত্বপূর্ণ মামলার রায়দায় আগামী সোমবার। গ্র‍্যাজুয়েট শিক্ষক দের বেতন বঞ্চনার জন্য সরকার পক্ষের উকিল রাজকোষ এর ঘাটতির কথা উল্লেখ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিজিটিএ-র আইনজীবী বলেন,"সরকার এক বিশেষ শ্রেণির শিক্ষক দের (পিজিটি) বেতন কেন্দ্রীয় হারে দেওয়ার বেলায় কোষাগারের দোহাই দেন না।
কিন্তু টিজিটি দের ক্ষেত্রে দীর্ঘ কয়েক দশক এই দোহাই দিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। তা একেবারেই অসাংবিধানিক।" এই মর্মে তিনি একাধিক কেন্দ্রীয় আইন,এন সিটি ই-র নিয়ম, বিভিন্ন সময়ের বিভিন্ন রাজ্যের এই সংক্রান্ত মামলার যে রায় রয়েছে, তার কপি বিচারপতির হাতে তুলে দেন।
তাতে বিচারপতি অশ্বত্ব হন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলাকারী দের পক্ষের আইনজীবী গ্র‍্যাজুয়েট টিচার্স দের "পাশ" নামক নামে ডাকারও তীব্র বিরোধিতা করেন। দুটি ক্ষেত্রেই সরকার পক্ষের আইনজীবী কোন উত্তর দিতে না পারায়,মহামান্য বিচারপতি আগামী সোমবার পুনরায় শুনানির দিন ধার্য করেন। এই প্রসঙ্গে  বিজিটিএ রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কিশোর রায় বলেন,"সারা রাজ্যের গ্র্যাজুয়েট টিচার্স আগামী সোমবার এর দিকে তাকিয়ে।আমাদের বিশ্বাস রায় আমাদের পক্ষেই যাবে।"বিজিটিএ এর রাজ্য সম্পাদক সউরেন ভট্টাচার্য বলেন,"মহামান্য আদালতের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।আমাদের লড়াই যে বিফলে যাবেনা এবং আমরা যে সত্যিই বঞ্চিত তা বিচারপতি তাঁর রায় ঘোষণা করার সময় নিশ্চয়ই মনে রাখবেন। এই বিশ্বাস আমাদের সকলেরই আছে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.