Header Ads

পাল্টি বিপ্লব-মাধবীর! বিজেপির সঙ্গে সম্পর্ক অস্বীকার।

নজরবন্দি ব্যুরো: জামা বদলে বিজেপিতে নাম লিখিয়েছেন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ও বিপ্লব চট্টোপাধ্যায়। এমন খবর দু-দিন ধরে ভাইরাল নেট দুনিয়ায়। পরে জানা যায় বিজেপির শাখা সংগঠন বঙ্গীয় চলচিত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসান হয়েছে মাধবী মুখোপাধ্যায় ও বিপ্লব চট্টোপাধ্যায়কে। এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা চলতে থাকে।
কারণ বিপ্লব বাবু বাম ঘনিষ্ঠ বলেন সবাই জানেন। এর পাশাপাশি মাধবী মুখোপাধ্যায়েরও একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে।
বিজেপি বা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে গতকাল জানিয়ে দিলেন মাধবী মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও জানান, বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। গত মঙ্গলবার মাধবীকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের বিশেষ পরামর্শদাতা করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। মাধবীও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি সব সময় এই সংগঠনের পাশে থাকবেন। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই কোনও এক অজানা কারণে মাধবী দাবি করেন, তাঁকে ঠকান হয়েছে। চশমা পরে ছিলেন না বলে তাঁকে দিয়ে কাগজে সই করিয়ে নেওয়া হয়।

অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, "আমি বঙ্গীয় চলচ্চিত্র পরিষদকে পরামর্শ দেব শুনে কারও যদি ধারণা হয়ে থাকে যে, আমি বিজেপিতে যোগ দিয়েছি, তা হলে একটু ভুল করছেন। আমি সিপিআই(এম)-এ ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব।"

এদিন  মাধবী বলেন, "বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ নামে একটি সংগঠনের কথা আমাকে বলা হয়। এর পরে ওরা একটি কাগজে আমাকে দিয়ে সই করিয়েও নেয়। পরে অনেকে আমাকে ফোন করে বলেন, আমাকে বিজেপির সদস্য পদ দেওয়া হয়েছে। এর পর থেকে তো আর মানুষকে বিশ্বাস করা মুশকিল হয়ে যাবে।' এর পরে মাধবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.