Header Ads

এবার থেকে এমন ভাবে আন্দোলন করুন যাতে ২০ টা লোক মরে: বিস্ফোরক সুব্রত

নজরবন্দি ব্যুরো: এমন আন্দোলন করুন, যাতে করে পুলিশকে  গুলি চালাতে হয়, ২০টা লোক মরে! আজকের কাটমানি ইস্যুতে বিজেপির আন্দোলনকে কটাক্ষ করতে গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন,  "এইভাবে খুচরো আন্দোলন না করে বড়ো রমের আন্দোলন করুন।
গঙ্গার ওপারে  গিয়ে এই যে  করছেন, তাতে  আপনারা একটা জায়গা পর্যন্ত যাবেন। পুলিশ আপনাদের আটকাবে , ছবি হবে,  আমরা দেখব। তাতে আপনাদের লাভ কি। এমন ধরনের আন্দোলন করুন,  যাতে বাধ্য হয়ে  পুলিশকে গুলি চালাতে হয়। ২০ টা লোক মরে।"

প্রসঙ্গত, আজ কাটমানি ইস্যু ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নাবান্নের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সকাল থেকে কাটমানি ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা  বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তায় বসে পড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
মহিলা পুলিশ আন্দোলনকারীদের জোরকরে প্রায় টানতে টানতে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।

বিজেপির এই আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন সুব্রত মুখোপাধ্যায়। তবে সুব্রত বাবুর এমন মন্তব্য যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.