Header Ads

শিক্ষকদের বেতন কমিয়ে দিয়ে ইতিহাস তৈরি করল বিজেপি শাসিত মনিপুর!

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের শিক্ষকদের বহু অভিযোগ আছে রাজ্য সরকারের বিরুদ্ধে। পিআরটি স্কেলের দাবিতে আন্দোলনের আজ ১১ দিনে পড়ল। মুকুল রায় থেকে শুরু করে বিজেপির একাধিক নেতারা গিয়ে আন্দোলনকারীকে আশ্বস্ত করেছেন।
মুকুল রায় শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেবে বিজেপি।

বিজেপি শাসিত রাজ্য মণিপুরে শিক্ষকদের বেতন বেনজিরভাবে কমিয়ে দেওয়া হল। এবার থেকে প্রায় ১০ বছরের পুরনো পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন মণিপুরের শিক্ষক-শিক্ষিকারা। প্রাথমিক স্তর থেকে কলেজ পর্যন্ত সব স্তরের শিক্ষকদের বেতন কমান হয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ এই বেতন কমিয়ে দেবার ঘটনায় অবাক ওই রাজ্যের শিক্ষকরা। এই বেতন হ্রাসের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষকরা।
চলতি মাসের ১১ তারিখে মণিপুর বিধানসভায় একটি বিল পাশ হয়। যে বিল অনুযায়ী শিক্ষকদের বেতন বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.