Header Ads

মোহনবাগান রত্ন প্রদানে নতুনত্ব! এই বছর সম্মান পাচ্ছেন কারা?

নজরবন্দি ব্যুরোঃ এই বছর মোহনবাগান রত্ন পেতে চলেছেন দুজন বিখ্যাত ক্রীড়াবিদ। তবে এবারের পুরষ্কার প্রদানে নতুনত্ব থাকছে। এতদিন ধরে মোহনবাগান রত্ন দেওয়া হত শুধুমাত্র ফুটবলার দের এবার থেকে অন্য জগতের ক্রীড়াবিদরাও পাবেন মহন বাগান রত্ন। এই বছর যে দুজন মোহনবাগান রত্ন পাচ্ছেন তাঁরা হলেন হকি জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক কেশব দত্ত এবং ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯শে জুলাই মোহনবাগান দিবসের দিন তাঁদের হাতে তুলে দেওয়া হোবে মোহনবাগান রত্ন। পাশাপাশি একই দিনে  লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায় এবং  স্পেশাল স্পোর্টস পারসোনালিটি সম্মান দেওয়া হবে সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা মহম্মদ শামিকে।
২৯শে জুলাই বিকেল সাড়ে পাঁচটায় মোহনবাগান মাঠে শুরু হবে অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান, গান গাইবেন অনুপম রায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.