Header Ads

স্কুলে চাকরির বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক জটিলতা চলে-আসছে বছরের পর বছর ধরে। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনেছেন হবু শিক্ষকরা।
স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে। কিন্তু সেই সব মামলার কবে নিষ্পত্তি হবে তার উত্তর জানা নেই মামলাকারী হবু শিক্ষকদের। দীর্ঘ দিন শিক্ষক নিয়োগ না হওয়ায় বহু স্কুলে শিক্ষকের অভাব আছে। এর ফলে অনেক স্কুলের পঠনপাঠন সিকেয় উঠেছে বলে অভিযোগ।

এবার উত্তর ২৪ পরগণার এক স্কুলে চাকরির বিজ্ঞপ্তি জারি। জানা গিয়েছে, বায়োসায়েন্স গ্রাজুয়েট অসংরক্ষিত ডেপুটেড টিচার চাই।
অবশ্যই বিএড থাকতে হবে।
সমস্ত প্রমাণ-পত্রাদি সহ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আবেদন করতে হবে নিচের ঠিকানায়।
নজরুল নগর জুনিয়র হাইস্কুল, গ্রাম নজরুলনগর, পোঃ খাসবালান্দা, থানা হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, পিন-৭৪৩৪২৫

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.