Header Ads

ফের তৃণমূল কর্মী খুন, অভিযোগের তির বিজেপির দিকে

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেই চলেছে। শাসক-বিরোধী উভয় দলের সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। আর এবার ফের খুনের ঘটনা ঘটল।
এবার খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপির দিকে।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। মৃতের পরিবারের অভিযোগ ২১ জুলাইয়ে তৃণমূলের  সভায় যাওয়ার অপরাধে বিজেপির তরফে এই হামলা। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন বলে পাল্টা অভিযোগ করেছেন।

মৃত তৃণমূল কর্মী লালচাঁদ বাগের পরিবারের অভিযোগ, ২১ জুলাইয়ের তৃণমূলের সমাবেশে দুই ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ওই দিন রাতেই বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটে। সেদিনের মতো থেমে গেলেও, ২২ জুলাই রাতে বাড়ি ফেরার সময় লালচাঁদের ওপর অতর্কিতে হামলা হয়।
ধান ক্ষেতে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে হয়। এর পরে আক্রান্তকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লালচাঁদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.