যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় নেশা না করার মুচলেখা দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের।
নজরবন্দি ব্যুরোঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় কি নেশার আখড়া হয়ে উঠছে দিন দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাম্প্রতিক নির্দেশ অন্তত পরোক্ষে তা স্বীকার করে নিয়েছেন। সেকারনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সময় এবার থেকে মুচলেখা দিতে হবে নেশা না করার। ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
জানা গেছে এবার থেকে মুচলেখা দেওয়ার পরেও যদি কোন পড়ুয়া নেশ করেন বিশ্ববিদ্যালয়ে তাহলে তাঁকে সাসপেন্ড করবে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি হোস্টেল থেকেও বহিষ্কার করা হতে পারে সেই পড়ুয়া কে। জুটা এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পড়ুয়াদের অ্যান্টি র্যাগিং মুচলেকা ফর্ম ফিলআপ করতে হত।এবার তাঁর সাথে যুক্ত হল নেশা না করার মুচলেখা।
জানা গেছে এবার থেকে মুচলেখা দেওয়ার পরেও যদি কোন পড়ুয়া নেশ করেন বিশ্ববিদ্যালয়ে তাহলে তাঁকে সাসপেন্ড করবে বিশ্ববিদ্যালয়। পাশাপাশি হোস্টেল থেকেও বহিষ্কার করা হতে পারে সেই পড়ুয়া কে। জুটা এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পড়ুয়াদের অ্যান্টি র্যাগিং মুচলেকা ফর্ম ফিলআপ করতে হত।এবার তাঁর সাথে যুক্ত হল নেশা না করার মুচলেখা।

No comments