Header Ads

মিড-ডে মিলের খাবারে পোকা, প্রতিবাদে স্কুলের গেটে তালা

নজরবন্দি ব্যুরো: স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন অভিভাবকরা। প্রতিবাদে স্কুলে তালা ঝোলানোর অভিযোগ। অভিযোগ মিড-ডে মিলের খাবারে পোকা। বাজারে পাঠান হয় স্কুলের পড়ুয়াদের।
স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রতিদিন যথা সময়ে স্কুলে আসেন না। এমন সব অভিযোগে গতকাল বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের ১৩ নম্বর ব্লকের কমলাবাড়ি গ্রাম-পঞ্চায়েতের বারোগন্ডা প্রাথমিক স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। পরে স্কুলের শিক্ষকদের বাইরে বের করে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় অভিভাবকরা। পরে তারা জানিয়ে দেন, স্কুল কর্তৃপক্ষ সব কিছু সঠিক ভাবে করার প্রতিশ্রুতি দিলেই স্কুলের তালা খুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা গেটে তালা লাগিয়ে দেন। এক অভিভাবক জানান, এই স্কুলের শিক্ষকরা সময়মত স্কুলে আসেন না। এলেও পড়ুয়াদের না পড়িয়ে বাইরে গিয়ে আড্ডা মারেন।
প্রতিদিন ছাত্রছাত্রীরা মিড-ডে মিলের খাবারে পোকা পাবার অভিযোগ করেন। ওই অভিভাবক আরও বলেন, "স্কুলের শিক্ষকরা যদি বলেন তাঁরা কাল থেকে সব নিয়ম মেনে করবেন তাহলে কাল থেকেই স্কুলের তালা খুলে দেওয়া হবে।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই স্কুলের শিক্ষকরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.