Header Ads

'চক্র' নামক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তে সিবিআই

নজরবন্দি ব্যুরো: সারদা ও রোজভ্যালিরে পর এবার আর এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেআইনি অর্থলগ্নি সংস্থা চক্র গ্রুপের বিরুদ্ধে বাজার থেকে কয়েক হাজার কোটি তোলার মতন গুরুতর অভিযোগ আছে। আর তাই গতকাল পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই চিটফান্ড সংস্থার সঙ্গে রাজ্যের অনেক প্রভাবশালী নেতা যুক্ত আছে বলে অনুমান সিবিআই-এর।


গতকাল সিবিআই পশ্চিমবঙ্গ সহ বিহার ও ত্রিপুরার মোট ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। ওই সংস্থার ডিরেক্টরদের বাড়ি ও বিভিন্ন অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালাবার সময় বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি।

প্রসঙ্গত, এই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ২০১৭ সালে। প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। এই সংস্থা উত্তর ২৪ পরগনা, কলকাতা, বিহার ও ত্রিপুরার একাধিক জায়গায় অফিস খোলে। সারদা-রোজভ্যালির কায়দাতেই বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগ আছে এই সংস্থার বিরুদ্ধে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.