Header Ads

আবার আগুন রাতের তিলত্তমায়! এবার সল্টলেক।

নজরবন্দি ব্যুরোঃ আবার আগুন লাগল রাতের তিলত্তমায়! সোমবার  সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের পাশে বিএসএনএল অফিসে আগুন লেগে যায় রাত সাড়ে আটটা নাগাত। দেখা যায় বিএসএনএল এর সার্ভার রুমে আগুন লেগেছে। মুহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত দমকলের কর্মীরা পৌঁছান ঘটনাস্থলে। দমকলের ৬টি ইঞ্জিন বেশ কিছুক্ষনের চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না আসায় আরও ৯টি ইঞ্জিন কে ঘটনাস্থলে নিয়ে আশা হয়।
বহুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও এখনই সবুজ সংকেত দিচ্ছেন না দমকলের কর্মীরা। তাঁদের প্রাথমিক তদন্তে অনুমান এই আগুন লাগার পেছনে রয়ে শর্ট সার্কিট। আগুন নিয়ন্ত্রনে এলেও ১০০% নিভে গেছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই অগ্নিকান্ড কেন হল তা নিয়ে আসল তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নজর রাখছেন ঘটনাস্থলে 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.