Header Ads

ময়দানে যুদ্ধের দামাদা! একনজরে দেখে নিন ২০১৯ কলকাতা লিগের সূচি।

শুভব্রত মুখার্জিঃ ঘোষনা করা হল ২০১৯ মরসুমের কলকাতা লিগের সূচি। বলা ভাল মরসুমের প্রথম টুর্নামেন্টের আগমনী বার্তা এখন কলকাতা ময়দানের আকাশে বাতাসে। কলকাতায় বৃষ্টির দেখা নেই তবে এবার ময়দানে উঠতে চলেছে ফুটবল ঝড়। আগামী ২৬ শে জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন। আপাতত ২৬শে জুলাই - ১৪ আগস্ট প্রথম দফার সূচি প্রকাশিত হল আজ। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির দিন এখনও জানানো না হলেও সূত্রের খবর ১৭ আগস্টই ডার্বি হতে পারে।
আসুন একনজরে দেখে নেয়া যাক সেই সূচি
২৬ জুলাই মোহনবাগান - পিয়ারলেস
২৯ জুলাই মহামেডান - এরিয়ান 
৩১ জুলাই ইস্টবেঙ্গল - জর্জ টেলিগ্রাফ 
৬ই আগস্ট মোহনবাগান - কাস্টমস 
৮ই আগস্ট মহামেডান - সাদার্ন 
৯ ই আগস্ট ইস্টবেঙ্গল - বিএসএস 
১১ তারিখ রেনবো এফসি বনাম মহামেডান। 
২৪ জুলাই কলকাতা লিগের আনুষ্ঠানিক উদ্বোধনও আছে। ডুরান্ড ২ আগস্ট থেকে শুরু হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.