Header Ads

চাষ করতে গিয়ে কৃষক বাড়ি ফিরলেন ভাগ্য মুঠোয় করে; পেলেন ৬০ লক্ষ টাকার হিরে!

নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিনের মতই কৃষিকাজ করতে মাঠে গিয়েছিলেন কৃষক, কিন্তু ফিরলেন ভাগ্যকে হাতের মুঠোয় ধরে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লি গ্রামে। অন্য আর ৫টা দিনের মতই জমিতে চাষ করতে গিয়েছিলেন এক কৃষক। মাটিতে কোদাল চালাতে চালাতে লক্ষ করে রোদ পড়ে ঝক ঝক করছে সাদা রঙের স্বচ্ছ একটা পাথর!
বুঝতে না পারলেও সন্দেহ জাগে মনে। পাথরটা কুড়িয়ে সঙ্গে রাখেন ওই কৃষক। চাষের কাজ সেরে বাড়ি ফিরেই সোজা চলে যান স্থানীয় এক সোনা দোকানে। সোনা ব্যাবসায়ীর আল্লাহ বক্সের তো দেখে চক্ষু চড়কগাছ, এ যে হিরে! এত বড় হিরে আগে দেখেননি তিনি।
ব্যাস আর যায় কোথায় কৃষক কে সোনা ব্যাবসায়ী অনুরোধ করেন তাঁকে হিরেটি বেচে দিতে। কৃষকও হাতে চাঁদ পায় যেন। ব্যাবসায়ী নগদ সাড়ে ১৩ লক্ষ টাকা এবং কিছু সোনার বিনিময়ে হিরেটি কিনে নেন কৃষকের কাছ থেকে।
পরে আল্লাহ বক্স নামের ওই ব্যাবসায়ী সংবাদমাধ্যম কে জানিয়েছেন ওই হিরেকে ঠিক ঠাক কাটিং করে পালিশ করলে তা বিক্রি হবে কমপক্ষে ৬০ লক্ষ টাকায়। তবে হিরেটি সংবাদমাধ্যমকে দেখাননি ওই ব্যাবসায়ী। অন্যদিকে কৃষক এবং তার পরিবার আনন্দে আত্মহারা। দুঃখের দিন ঘুচল এবার, একেই বলে ভাগ্য। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.