অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল; ভূমিকে প্রনাম করে নতুন ইনিংস শুরু সৌমিত্র-র।
নজরবন্দি ব্যুরোঃ ভোটে জিতে পুনরায় সাংসদ হলেও হাইকোর্টের নির্দেশে নিজের এলাকায় প্রবেশ করতে পারেননি এতদিন। তাঁকে ভোট বৈতরনি পার করিয়েছেন সহধর্মীনি সুজাতা। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে এতদিন বিষ্ণুপুরে ঢুকতে পারননি সাংসদ সৌমিত্র খাঁ।
অবশেষে সাড়ে তিন মাস পরে বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজের এলাকায় প্রবেশ করলেন তিনি। মাটিতে প্রণাম করে এলাকায় প্রথমেই এলাকার মানুষকে ধন্যবাদ জানালেন তিনি, সাথে ছিলেন স্ত্রী সুজাতাও। তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে কার্যত সব চ্যালেঞ্জ কে উড়িয়ে দল এবং নিজেকে জয় এনে দিয়েছেন তিনি। জিতেছেন বিপুল ভোটে।
অভিযোগ যেদিন তিনি বিজেপি-তে যোগদান করেন তাঁর পরের দিনেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। সেই মামলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ন মামলা হল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া। এই মামলাতেই তাঁর এতদিন নিজের এলাকায় ঢকা নিয়ে বারন ছিল। কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে স্ত্রী সুজাতার আক্রমনাত্মক ব্যাটিং জয় এনে দিয়েছে সৌমিত্র খাঁ কে। ঘরের ছেলে ফিরেছে ঘরে। এখন এলাকার পুরোনো সাংসদ নতুন মোড়কে কতটা কাজ করেন জনগনের জন্যে সেটাই দেখার।
অবশেষে সাড়ে তিন মাস পরে বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজের এলাকায় প্রবেশ করলেন তিনি। মাটিতে প্রণাম করে এলাকায় প্রথমেই এলাকার মানুষকে ধন্যবাদ জানালেন তিনি, সাথে ছিলেন স্ত্রী সুজাতাও। তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে কার্যত সব চ্যালেঞ্জ কে উড়িয়ে দল এবং নিজেকে জয় এনে দিয়েছেন তিনি। জিতেছেন বিপুল ভোটে।

No comments