Header Ads

বিধায়কদের ডানা ছেঁটে পঞ্চায়েত জনপ্রতিনিধিদের ক্ষমতা বাড়ালেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ গত পঞ্চায়েত নির্বাচনেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাজ্যের শাসক দল নিয়ন্ত্রন হারাচ্ছে জনসাধারনের মন থেকে অন্যদিকে ধিরে ধিরে সিপিআইএম কে পাশ কাটিয়ে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে বিজেপি। সেই ধারা বজায় থেকেছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে।
তৃণমূল ২২টি আসন পেলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি পেয়েছে ১৮টি আসন, ভোট শতাংশেও তৃণমূলের প্রায় কাছাকাছি ভোট পেয়েছে তারা। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন হবে নিয়ম অনুসারে, উভয়পক্ষই এখন থেকে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে।
এই অবস্থায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিলেন এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাড়িয়ে দিলেন পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের ভাতা পাশাপাশি ক্ষমতা বৃদ্ধি করলেন তাঁদের। অপরপক্ষে ক্ষমতা হ্রাস করলেন বিধায়কদের। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের সাথে আলোচনা করে তবেই কাজ করতে পারবেন বিধায়করা।
এতদিন বিধায়করাই কার্যত নিয়ন্ত্রন করতেন পঞ্চায়েত কে, কিন্তু এবার থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের অনুমোদন ছাড়া নিজের ইচ্ছে মত কোন কাজই করতে পারবেন না বিধায়ক। আজ রাজ্যের ৪০০ জন জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দলগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কাজ নয় নির্বাচনে টিকিট বিলির ক্ষেত্রেও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধির গুরুত্ব বজায় থাকবে, তৃণমূল বিধায়করা চাইলেই যাকে তাঁকে টিকিট দিতে পারবেন না।
কারন মুখ্যমন্ত্রী মনে করেন বিধায়ক নন আসল জনসংযোগের কাজ করেন পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.