Header Ads

বিজেপিতে এবার রুদ্রনীল?

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে প্রথম হারের মুখ দেখে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রতিনিধিদের কাছে হারতে হয় তৃণমূলের পোড়খাওয়া নেতাদের। ১৮ টি আসন দখল করে বঙ্গে চমক দেয় বিজেপি।
এর পর থেকে তৃণমূলের নেতা থেকে শুরু করে সাধারণ সমর্থকরা দলে দলে নাম লেখাতে শুরু করেন বিজেপিতে। সামনেই  বিধানসভা নির্বাচন। ওই নির্বাচন তাদের কাছে যে খুব একটা সহজ হবে না তা বুঝে গিয়েছে এই রাজ্যের তৃণমূল নেতৃত্ব।
এবার বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা রুদ্রনীল। সূত্রের খবর, দ্রুত তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে পদ্ম  হাতে নিতে চলেছেন এই টলি স্টার রুদ্রনীল ঘোষ। যদিও তিনি নিজে প্রকাশ্যে এই দল বদল প্রসঙ্গে কিছু বলেন নি।
প্রসঙ্গত, সম্প্রতি মুকুল রায়ের হাত ধরে টলিপাড়ার এক ঝাঁক শিল্পীরা নাম লেখালেন বিজেপিতে। দিল্লিতে বিজেপির সদর দফতরে ১১ জন টলি স্টার বিজেপিতে নাম লেখান।
যোগদানকারীরা হলেন, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, রূপাঞ্জনা মৈত্র, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, পার্ণো মিত্র, লামা সহ আরও অনেকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.