Header Ads

বেতন বৃদ্ধির আগেই সরকারকে সমর্থন করে মিছিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির!

নজরবন্দি ব্যুরো: একাধিক ইস্যুতে রাজ্য সরকারের উপর বেশ চটে আছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। সেটার প্রতিফল ঘটেছে এবারের লোকসভা নির্বাচনে।
প্রায় সব কেন্দ্রে ব্যালট ভোটে হেরেছে শাসক দল তৃণমূল।
বুধবার প্রাথমিক শিক্ষকদের পে স্কেল বৃদ্ধি-সহ সরকারের একাধিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। পে স্কেল বৃদ্ধিসহ শিক্ষকদের উন্নয়নের একাধিক যে প্রস্তাব রাজ্য সরকার গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত একটি র‍্যালির আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষকদের উন্নয়নের জন্য একাধিক যে সিদ্ধান্ত গ্রহণ করার কাজ চলছে, সেই সিদ্ধান্ত তারা খুশি। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল। আজকের সকাল-থেকে এই মিছিলে বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে ভিড় জমাতে থাকেন। মিছিলে শিক্ষকদের উপস্থিতির হার ছিল চোখে পড়বার মতন।

প্রসঙ্গত, শিক্ষকদের দাবি দাওয়া আদায় করতে গিয়ে এর আগে বারংবার আক্রান্ত হয়েছেন শিক্ষকদের একাংশ। উস্তি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের লাগাতার আন্দোলন, তার জেরে বদলি, হুঁশিয়ারি পর যখন সরকার বাধ্য হচ্ছে শিক্ষকদের বিষয়টি চিন্তাভাবনার করতে, তখন  তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই মিছিল ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষকদের মধ্যে।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.