Header Ads

বিশ্বকাপ শেষেই অবসর নেবেন ধোনিঃ সূত্র

নজরবন্দি ব্যুরো: গতকাল বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা করেছে বিরাট বাহিনী। কিন্তু যদি ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে না ওঠে। তা হলে কি এম এস ধোনি-র কেরিয়ারের শেষ ম্যাচটা বিশ্বকাপ সেমিফাইনালেই খেলবেন? এমন প্রশ্ন নিয়ে জল্পনা চলছে গতকাল থেকে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্লো-ইনিংস খেলার পর থেকে অনেক ক্রিকেট সমর্থকই ধোনিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে।
ধোনির অবসরের দাবিও উঠছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, বিশ্বকাপ শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন ধোনি। শেষ হতে পারে ধোনি অধ্যায়ের। বিশ্বকাপ পর্ব মিটলেই অবসর নিতে পারেন ধোনি।
বোর্ডের এক আধিকারিক সূত্রের পাওয়া খবর, "ধোনি কখন কোন সিদ্ধান্ত নেবে সেটা একমাত্র ও-ই জানে। তবে বিশ্বকাপের পর ধোনি হয়তো আর খেলবে না। তিন ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা ধোনি নিয়েছিল তাতক্ষণিকভাবেই। ও এমনই ধরনের ক্রিকেটার।
আগে থেকে ওর সিদ্ধান্ত আন্দাজ করা সম্ভব নয়।"

যদি আগাম এই অনুমান সত্যি হয় তাহলে আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না ধোনিকে। তিনি কি তা হলে এবার জুনিয়রদের সুযোগ দিতে জায়গা ছেড়ে দেবেন? এমন খবর শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। অন্তত বোর্ড-এর অন্দরমহলে মাহির অবসর নিয়ে আলোচনা তুঙ্গে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের আগে জায়গা ছাড়তে চাইছেন ধোনি। যাতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট ধোনির বিকল্প খোঁজার জন্য যথেষ্ট সময় পেয়ে যায়।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.