Header Ads

প্রদেশ নেতৃত্বকে বিঁধে পদত্যাগের কথা ঘোষণা ওমপ্রকাশের।

নজরবন্দি ব্যুরোঃ প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে পদত্যাগের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের সহ-সভাপতি ওমপ্রকাশ মিশ্র। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ ফলের দায় মাথায় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ সব পদাধিকারীর পদত্যাগ করা উচিত। বুধবার এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন ওমপ্রকাশ। দলীয় বৈঠকে সে কথা তিনি বলেছিলেন, কিন্তু কেউ পদ ছাড়তে রাজি নন এমনও অভিযোগ করেন তিনি।
 প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র অবশ্য ওমপ্রকাশের ঘোষণাকে আমল দিতে নারাজ। পদ যখন একটা রয়েছে তখন পদত্যাগ করতেই পারেন বলে কটাক্ষ সোমেন বাবুর। বাংলার এক প্রথম সারির দৈনিক কে ওমপ্রকাশ বাবু বলেন এ বারের লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই কংগ্রেসের ফলাফল সবচেয়ে খারাপ। প্রদেশ কংগ্রেসের কোনও পদাধিকারীই এর দায় এড়াতে পারেন না। এআইসিসির পাঠানো পর্যবেক্ষক গৌরব গগৈ সম্পূর্ণ ব্যর্থ।
সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্যরা ব্যর্থ। তিন জন কার্যনির্বাহী সভাপতি দীপা দাশমুন্সি, নেপাল মাহাতো এবং শঙ্কর মালাকার ভোটে দাঁড়িয়ে নিজেদের আসনে গোহারা হেরেছেন। কেউ ১০ শতাংশ ভোট পাননি কেউ চতুর্থ হয়েছেন। অধীর চৌধুরী শুধুমাত্র বহরমপুর বিধানসভা এলাকার জোরে নিজের আসনটা ধরে রাখতে পেরেছেন। অধীরের জেলার বাকি দুটো আসনে তৃণমূল বিপুল জয় পেয়েছে। অধীরও দায় এড়াতে পারেন না। সবার উচিত পদত্যাগ করা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.