অম্বিত রায়ডুর অবসর নিয়ে মুখ খুললেন গম্ভীর।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মধ্যেই আন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অম্বিত রায়ডু। খানিকটা যে অভিমান নিয়েই অবসর নিলেন তিনি তা মোটামুটি পরিষ্কার। এই ঘটনায় তাঁর পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এবং নির্বাচন কমিটিকে এক হাত নিলেন। গম্ভীর বলেন আমার মতে, নির্বাচকরা এই বিশ্বকাপে দল নির্বাচনের ক্ষেত্রে সত্যিই হতাশ করেছেন। ওদের জন্যই রায়ডু অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ওদের সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতাই এজন্য দায়ী।
এর সঙ্গেই এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে গম্ভীর বলেন, “ওর মতো একজন ক্রিকেটার যে আইপিএলে এত ভাল খেলেছে, দেশের হয়ে তিনটে শতরান, দশটা অর্ধশতরান করেছে, তাঁর এই ভাবে অবসর নেওয়াটা সত্যিই ভারতীয় ক্রিকেটের জন্য করুণ একটা মুহূর্ত”। এরপর নির্বাচকদের সরাসরি কাঠগড়ায় তুলে তিনি বলেন, “পাঁচজন নির্বাচকের রান যোগ করলেও রায়ডু কেরিয়ারে যত রান তার থেকে কম হবে। এই অবসরের খবরে আমি অত্যন্ত দুঃখিত। বিশ্বকাপের মাঝে চোটের কবলে পড়া ক্রিকেটারদের বদলে ঋষভ পন্থ এবং মায়াঙ্ক আগরওয়ালকে আনা হল, অথচ তাঁর কথা ভাবা হল না। রায়ডুর জায়গায় যেই থাকত তারই খারাপ লাগত”।
Loading...
কোন মন্তব্য নেই